একটা ইট-পাথরের দালানে বসে প্ল্যান বানাইবার চাই-
পকপকা যুদ্ধের প্ল্যান-
দার্জিলিং এর আকাশ যেভাবে কৃষ্ণবর্ণ ধারণ করে
পদযোগে গমনকারীর দিকে পষ্ট চোখে তাকাইয়া দুলতে থাকে-
আমাদের প্ল্যানটাও সেরকম ভাবে তার পষ্ট গন্তব্যের দিকে গুটি গুটি পায়ে আগাইতে থাকবে-
ঝিলাম নদীতে আসা দাঁড়কাকের মাংস খেয়ে পানকৌড়ি আর বক যেভাবে পুকুর কোণে লুকোচুরি খেলে,
ঠিক সেভাবে যুদ্ধের নয়া ছক এঁকে পৈশাচিক আনন্দে গোপনে ঢেকুর তুলবো আমরা-
যুদ্ধ শুরু হলে,
আমাদের মতো অখ্যাত পাহাড়ি যোদ্ধাদের নিয়ে সভ্যরা পৃষ্ঠার পর পৃষ্ঠা থিসিস লিখবে তাদের বুদ্ধিজীবিতা প্রমাণের নিমিত্তে -
রুপির পর রুপি খরচ করেও তারা আমাদের গিলান প্রদেশে থাকা মঞ্জিলে কখনোই পৌঁছাতে পারবে না।
~ তানভীর হায়দার


0 Comments