" অং সাং সুচি ও তার বর্তমান পরিণতি "

 



একসময় আমি জেনারেল অং সাং এর মেয়ের প্রচুর ভক্ত ছিলাম। যাকে মায়ানমারের গণতন্ত্রের জননী বলা হয়। ক্লাস সিক্সে উঠে আব্বুর মুখ থেকে প্রথম অং সাং সুচির কথা শুনেছিলাম। সুচির Biopic নিয়ে নির্মিত "The Lady" মুভিটি দেখেছিলাম কয়েক বছর আগে।


মুভিটিতে মায়ানমারের সেনাবাহিনী কর্তৃক সাধারণ জনগণের উপরে করা Political Tyranny নিয়ে বেশ কিছু দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছিল। এই মুভিটি দেখার পর আমি সুচির পুরোদমে ভক্ত বনে যাই। একটি সিনেমা কিংবা মুভি যে খুব সহজে মানুষের মাইন্ড কন্ট্রোল করতে পারে, তার উৎকৃষ্ট উদাহরণ হলো "The Lady" মুভিটি(মুভি দেখা কিন্তু হারাম!!)। সুচির তৈরি করা "National League for Democracy" দলটি একসময় চড়াই-উতরাই পার করে ক্ষমতায় আসে।


কিন্তু সুচির NLD ক্ষমতায় আসার পরে রোহিঙ্গাদের উপর মায়ানমার সেনাবাহিনীর বর্বরতা আরো বহুগুণে  বৃদ্ধি পায়। রোহিঙ্গাদের উপর চলা নিষ্ঠুরতম বর্বরতার বিরুদ্ধে সুচি কখনো প্রতিবাদ করেনি বরং নিজেকে জালিম হিসেবে সর্বদা প্রমাণ করেছে। একসময় অত্যাচারের মাত্রা তীব্র থেকে তীব্রতর হলে মায়ানমারের রোহিঙ্গা মুসলিমরা দেশ ত্যাগে বাধ্য হয়। সুচির এসব অপকর্ম দেখে একটা সময় ওকে ঘৃণা করা শুরু করি। যা আজও চলমান। ধীরে ধীরে পৃথিবী সম্পর্কে ধারণা লাভ করি, জিওপলিটিক্স এর ব্যাপার-স্যাপার গুলো জানার পর সুচির মতো কথিত "জননী,জনকদের তথা ডেমোক্র্যাটদের দালালদের" সাপোর্টার করা বন্ধ করি।


মায়ানমারের বর্বর সেনাবাহিনী অপদস্ত হয় "ডেমোক্রেসি অ্যান্ড সুচির" দারুণ কম্বিনেশনের কারণে। এদিকে আজকের দিনে সুচি অপদস্ত হচ্ছে "মুসলিমদের উপর হওয়া 'জুলুমের' সাথে তার দারুণ সখ্যতার কারণে"। জালিমেরা জুলুম করবেই। তবে আল্লাহ তাআ'লার সুন্নাহ হলো তিনি মাঝে মাঝে "এক জালিমকে দিয়ে আরেক জালিমের পতন ঘটান"। সুবহানাল্লাহ! 


আল্লাহ তা'আলা জালিমদের সাময়িক সময়ের জন্য ছেড়ে দেন, কিন্তু ভবিষ্যতে তাদের ঠিকই পাকড়াও করেন। কারণ এটাই আল্লাহ সুবহানা ওয়াতা'লার সুন্নাহ! সুচি ও তার দেশের সেনাবাহিনীর মতো জালিমদের গল্প আমরা প্রতিনিয়ত শুনি কিন্তু সেসব গল্প থেকে শিক্ষা কি নেই?


~ তানভীর হায়দার 


Post a Comment

0 Comments