একদিন শহরের রাস্তায় হাঁটতে গিয়ে দস্যু হালাকু খানের মেয়ে একজন আলিমকে দেখে উপহাসের সুরে বলে,"তোমাদের কুরআনের আয়াতগুলো তো আজ মিথ্যায় পরিণত হলো!তোমাদের কুরআনে তো বলা আছে যে তোমরাই বিজয়ী হবে!তোমরাই সম্মানিত হবে!অথচ আজ আমরা মঙ্গোলরা তোমাদের ভূমিগুলো শাসন করছি,তোমরা বিতারিত হয়েছো!"
তখন ওই আলেম বলে,"বলো দেখি,রাখাল কেন ভেড়ার পালের সাথে কুকুরকে মাঠে নেয়?"
হালাকুর মেয়ে বলে,"কারণ ভেড়ার পাল থেকে যখন কোনো ভেড়া বিচ্ছিন্ন হয়ে অন্যত্র চলে যায় তখন কুকুর বিচ্ছিন্ন ভেড়াটিকে ভয় দেখিয়ে পালের কাছে নিয়ে আসে।"
আলিম বলে," ঠিক তাই! মুসলিমরা এখন কুরআন ও সুন্নাহ'র পন্থা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।তাই আল্লাহ তাআ'লা তোমাদের মতো জালিম কুকুরদের দিয়ে আমাদের তাড়া করতেছে যাতে আমরা কুরআন ও সুন্নাহ'র আলোকে আবারো ঐক্যবদ্ধ হই"
~ শাইখ আহমদ মুসা জিবরীল হাফিজাহুল্লাহর লেকচার অবলম্বনে।


0 Comments