"একদিন পেশোয়ার হয়ে নুরিস্তানে যাবো"

 


একদিন পেশোয়ার হয়ে নুরিস্তানে যাবো,

তখন পশতু ভাষায় আওড়িয়ে কেউ

রাত তিনটের সময় সাহরি খাওয়ার জন্য জাগিয়ে দিবে আমায়।

এগারতম রমাদানের দিনে আমাকে

বাগদাদের কোনো এক পরিত্যক্ত স্থানে হয়তো ইফতার সমেত পাওয়া যাবে।

ঘোড়ার হ্রেষাধ্বনিতে আকাশ-বাতাস কাঁপিয়ে দিয়ে তেরোতম রমাদানে ফিলিস্তিনের পথ ধরবো।

সফর শেষে আমাকে বায়তুল মোকাদ্দাসের কোনো একটি কোণে কদরের রাতে অনুতপ্ত সুরে কেঁদে কেঁদে কথা বলতে দেখা যাবে।

সফরের পর সফর শেষে হয়তো আরব দুলালের দেশে কোনো একদিন পৌঁছে যাবো,

তখন রবের ঘরের কোনো এক পাশে অবনত মস্তক সমেত আমাকে কথা বলতে দেখা যাবে।

মরু ঝড়ের দিনে উটের পিঠে ভর করে মদীনায় গিয়ে কোন এক ভিনদেশী মুসাফিরের সাথে আমাকে একদিন খোশগল্প করতে দেখা যাবে।

~ তানভীর হায়দার 

Post a Comment

0 Comments